• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সুবর্ণচরে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটির সভা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:০৭ এএম
সুবর্ণচরে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটির সভা

নোয়াখালীর সুবর্ণচরে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের নোয়াখালী জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার পর উপজেলার চরবাটা খাসেরহাটে জেলা কমিটির সদস্যদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের নোয়াখালী জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. তানভীর হোসেনের সঞ্চালনায় এবং জেলা সভাপতি সার্জেন্ট (অব.) ওমর ফারুকের সভাপতিত্বে সম্প্রতি নবগঠিত কমিটির পরিচিতি ও সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি প্রভাষক মো. আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশফাক উদ্দিন, সাংগঠনিক সম্পাদক গাজী মো. আলী হায়দার ফারুক এবং সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা মো. হুমায়ুন কবির। এছাড়াও বক্তব্য রাখেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও মিডিয়াকর্মী মো. রেদওয়ান হোসেন, সংগঠনের নোয়াখালী জেলা কমিটির সদস্য সার্জেন্ট (অব.) মাইন উদ্দিন শামীম, সদস্য নজরুল ইসলাম, সদস্য মো. আরিফ উল্লাহ, সদস্য কর্পোরাল (অব.) মো. হানিফ, সদস্য মো. নুর মাওলা মিয়া ফরাজী, সদস্য মো. সেকান্দর আলম প্রমুখ।

আলোচনায় বক্তারা প্রবাসীদের মানবাধিকার, মানবাধিকার লঙ্ঘন ও তাদের নানাবিধ সমস্যার বিষয়ে আলোকপাত করেন। এসময় সংগঠন কর্তৃক ইতোমধ্য যে সকল সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে সেগুলো তুলে ধরা হয়। উল্লেখ্য, প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ. এম. মনিরুজ্জামানের উদ্যোগে ২০১৩ সাল থেকে এ সংগঠনের পথচলা শুরু হয়।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন