• ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সেগুনবাগিচায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৪৫ পিএম
সেগুনবাগিচায় বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ঢাকার সেগুনবাগিচা এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার বেলা ৩টা ৪মিনিটে আগুনের খবর পাওয়ার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা আনোয়ার বিন সাত্তার।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বেলা সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি। আনোয়ার বিন সাত্তার বলেন, “একটি ১০তলা ভবনের নবম তলায় আগুনের ঘটনা ছিল। খবর পেয়ে ৩টা ১৪ মিনিটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস।

“দ্রুততম সময়ের মধ্যেই সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কোনো হতাহতের খবর নেই।” প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন