• ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

সোনাগাজীতে অটোরিকশা চালক সুজনকে কুপিয়ে হত্যার হত্যার প্রতিবাদে মানববন্ধন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ০৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:৪৫ পিএম
সোনাগাজীতে অটোরিকশা চালক সুজনকে কুপিয়ে হত্যার হত্যার প্রতিবাদে মানববন্ধন

ফেনীর সোনাগাজীতে পরকীয়ার ভিডিও ধারণকে কেন্দ্র করে মো. সুজন (২৬) নামে এক অটোরিকশা চালককে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। ঘটনার চারদিন পর শুক্রবার (৭ নভেম্বর) সকালে সোনাগাজী উপজেলার জমাদার বাজার এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন, আমরা সুজন হত্যার ন্যায়বিচার চাই। খুনিদের ফাঁসি চাই।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা অংশ নেন। তারা সুজন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, একজন নিরীহ অটোরিকশা চালককে যেভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে, তা মানবতাকে কলঙ্কিত করেছে। খুনিদের ফাঁসি না হলে এ ধরনের ঘটনা আরো বাড়বে।

উল্লেখ্য, গত রবিবার (২ নভেম্বর) সকালে জমাদার বাজার সংলগ্ন ভাড়া বাসায় পরকীয়ার একটি ভিডিও ধারণকে কেন্দ্র করে মো. মামুন ও তার স্ত্রী আসমা আক্তারের সঙ্গে সুজনের বিরোধ বাধে। রাতেই মামুন ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের সঙ্গে নিয়ে সুজনের ওপর হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সুজনের মৃত্যু হয়।

ঘটনার পর ওইদিন পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি মামুন হোসেন (২৯) , তার স্ত্রী আসমা আক্তার (২০), মামুনের শাশুড়ি লিপি আক্তার (৪০) ও জামসেদ আলম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সুজনের বাবা মো. মোস্তফা, মা বিবি রহিমা, সুজনের ভাতিজা তারেক রহমান, জেলা তাতীদলের যুগ্ম আহবায়ক মো. শাহজাহান ফিরোজ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ইমাম হোসেন মিসকিন, চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক নুর আলম রিয়াদ, চরচান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ- সভাপতি এনামুল হক, আদর্শ প্রাচীন সমাজের সহ-সভাপতি বাহার মিয়া, আলহাজ্ব চান মিয়া, সাতবাড়িয়া সমাজের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন দুলাল, স্বেচ্ছাসেবক দল নেতা আসিফ রবিন, বিএনপি নেতা কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন