• ঢাকা
  • রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

হাদি হত্যার বিচারের দাবিতে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:০০ পিএম
হাদি হত্যার বিচারের দাবিতে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঝালকাঠিতে ঢাকা-ঝালকাঠি-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। রোববার (২১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঝালকাঠি শহরের কলেজ মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

অবরোধের কারণে ঢাকা, বরিশাল ও খুলনাসহ বিভিন্ন রুটের দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন সড়কের দুই পাশে আটকে পড়ে। এতে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। টানা প্রায় ৪ ঘণ্টা অবরোধের ফলে পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, শরীফ ওসমান বিন হাদীর ওপর হামলাটি ছিল পূর্বপরিকল্পিত। তারা বলেন, এখনো হত্যাকারীদের গ্রেপ্তার না হওয়া প্রমাণ করে এই হত্যাকাণ্ডের পেছনে একটি শক্তিশালী চক্র কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

জুলাই যোদ্ধা ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, হাদি কোনো একক ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন প্রতিবাদের প্রতীক। দিনের পর দিন পেরিয়ে গেলেও হত্যাকারীরা ধরা না পড়া রাষ্ট্রের ব্যর্থতা। আমরা স্পষ্ট করে বলতে চাই- আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করা না হলে আন্দোলন আরও বিস্তৃত হবে।

জুলাই যোদ্ধা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়ক রাইয়ান সাইয়ান বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন রাজনৈতিক নেতাকে নয়, পুরো দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে আছি, কিন্তু দাবি মানা না হলে কর্মসূচি আরও কঠোর হবে।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই যোদ্ধাদের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও অংশ নেন। পরে বিকেলের দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে। পুলিশের আশ্বাসের পর সন্ধ্যার দিকে অবরোধ তুলে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন