• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে ধানমন্ডি ৩২-এ ভাঙচুর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০২:১৯ পিএম
‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে ধানমন্ডি ৩২-এ ভাঙচুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে  গতরাতে ধানমন্ডি ৩২-এ ভাঙচুরের পর আজ সকালে বাড়িটিতে আবারও ভাঙচুর চলছে। 
 
শুক্রবার সকালে ওই এলাকায় গিয়ে দেখা যায়—  ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগানে শেখ মুজিবুর রহমানের বাড়ির তিনটি ফ্লোরেই বড় হাঁতুড়ি দিয়ে ভাঙচুর চলছে।   

আবার অনেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘৩২ এর আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ স্লোগান দিচ্ছেন। 

গতরাতে হাদির মৃত্যুর খবর পাওয়ার পরপরই রাজপথে নেমে আসে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ। পরে তারা মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গতকাল রাত থেকেই ধানমন্ডি-৩২-এ আবারো ভাঙচুর শুরু হয়। এখন পর্যন্ত বিক্ষুব্ধরা সেই বাড়িতে ভাঙচুর চালিয়ে যাচ্ছে। 

গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বত্রন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। 

আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে তার মরদেহ। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহিদ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন