অ্যাভেঞ্জার্স : ডুমসডে ট্রেলারে দেখা গেল এমসিইউর পরিচিত তারকাকে
অ্যাভেঞ্জার্স ডুমসডের নতুন ট্রেলার অনলাইনে প্রকাশ হয়েছে। এতে নিশ্চিত করা হয়েছে যে ক্রিস ইভান্স ক্যাপ্টেন আমেরিকা এবং ক্রিস হেমসওয়ার্থ থর চরিত্রে ফিরবেন। এবার হেমসওয়ার্থের বাস্তবজীবনের মেয়ে ইন্ডিয়া রোজও তার সঙ্গে উপস্থিত থাকবেন।
রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম এখনো দেখা যায়নি, তবে তার ক্যামিও আসার সম্ভাবনা রয়েছে।
মূল অ্যাভেঞ্জার্সদের বেশির ভাগই ফিল্মে থাকবেন। এ ছাড়া এক্স-মেনের জনপ্রিয় চরিত্র, ফ্যান্টাস্টিক ফোর, থান্ডারবোল্টস, লোকি ও শ্যাং-চির মতো চরিত্রও উপস্থিত থাকবেন।
পরিচালকরা জানিয়েছেন, ডুমসডেতে সুপারহিরোদের বড় টিম-আপ এবং ভিলেনের সঙ্গে লড়াই দেখানো হবে। প্রযোজনা আগামী গ্রীষ্মে শুরু হবে, আর ডুমসডে ১৮ ডিসেম্বর, ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- অ্যাভেঞ্জার্স
- ডুমসডে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: