• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

আগমণী ট্রান্সপোর্টের ভাড়া করা ট্রাক থেকে মালামাল চুরি, দুই চোর আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৪৯ পিএম
আগমণী ট্রান্সপোর্টের ভাড়া করা ট্রাক থেকে মালামাল চুরি, দুই চোর আটক

আগমণী ট্রান্সপোর্টের একটি ভাড়া করা ট্রাক থেকে মালামাল চুরির সময় হাতেনাতে ধরা পড়েছে দুই চোর। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫ইং) আগমণী ট্রান্সপোর্টের একটি ভাড়া করা ট্রাকে মালামাল লোড দিয়ে ভাঙ্গা হয়ে বোয়ালমারী রওনা হয় চালক। প্রতিমধ্যে ভাঙ্গাতে এলে ড্রাইভার ও হেলপার ট্রাক থামিয়ে বুকিংকৃত পেটি খুলে ৫ লক্ষাধিক টাকা মুল্যের মালামাল সরিয়ে ফেলে। ড্রাইভিং সিটের নীচে এবং কেবিনে মালামাল লুকিয়ে রাখার সময় পূর্ব থেকে ওৎপেতে থাকা আগমণী কর্তৃপক্ষের অনুসরণকারীরা দুইজনকে হাতেনাতে ধরে ফেলে। আগমণী ট্রান্সপোর্টের বোয়ালমারী অফিসের ম্যানেজার স্বপন সাহা জানান, দীর্ঘদিন তারা এই ভাবে চুরি করে আসছে ।

এ পর্যন্ত তাদের ধরতে পারি নাই। বৃহস্পতিবার ঢাকা অফিস থেকে মালামাল বুক করে ভাঙ্গা হয়ে বোয়ালমারীর পথে রওনা হয়। এ সময়ে তাদের অনুসরণ করে আমাদের একটি মটর সাইকেল আরোহী। মটর সাইকেল আরোহী পথে তাদের যাবতীয় কার্যকলাপ ভিডিও করে। ভাঙ্গা এলে ড্রাইভার এবং হেলপার মিলে চুরি করলে তা হাতেনাতে ধরা পরে। 

অভিযুক্ত ড্রাইভার ও হেলপারের পরিচয় পাওয়া গেছে। ড্রাইভার যশোরের আরাপপুরের সুন্নত আলীর পুত্র শান্ত (৩০)। হেলপারও একই এলাকার। ভাড়াকৃত ট্রাক মাহির-তানভীর এন্টারপ্রাইজ, নম্বর ঢাকা মেট্রো ট-২২-১৭৮৬।  স্বপন সাহা জানান, এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। অপর একটি সুত্র জানিয়েছে বোয়ালমারী বাজার বণিক সমিতি বিষয়টি মিমাংসার চেষ্টা করছে। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন