আমতলীর কুতুবপুর ফাজিল মাদ্রাসায় নিয়োগ নিয়ে সংবাদ সম্মেলন
“মিলে মিশে প্রশ্ন ফাঁসের নিয়োগ পরীক্ষা, দাতা সদস্যের ছেলের বউর চাকরি”— এমন শিরোনামে বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বরগুনার আমতলী উপজেলার কুতুবপুর ফাজিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ জিয়াদুল করিম।
শনিবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতি মোঃ জিয়াদুল করিম লিখিত বক্তব্যে বলেন, কুতুবপুর ফাজিল মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগে কোনো অনিয়ম হয়নি। বোর্ডের যাচাই-বাছাই শেষে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, গত ৯ সেপ্টেম্বর মাদ্রাসার অধ্যক্ষ পদটির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
মোট ১১ জন প্রার্থী আবেদন করেন, যার মধ্যে ৯ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। বিধি মোতাবেক লিখিত পরীক্ষার পর ভাইভা ও ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। সব ধাপেই স্বচ্ছতা বজায় রাখা হয়েছে। সভাপতি জিয়াদুল করিম বলেন, নিয়োগ বোর্ডের সদস্য ও গভর্নিং বডির সদস্য মোঃ জসিম উদ্দিন এবং মেছবাহুর রহমানের উপস্থিতিতে বিধি অনুযায়ী পরীক্ষা সম্পন্ন হয়। কোনো ধরনের প্রশ্ন ফাঁস, অনিয়ম বা দুর্নীতির ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রচারিত “মিলে মিশে প্রশ্ন ফাঁসের নিয়োগ পরীক্ষা” সংক্রান্ত সংবাদে কুতুবপুর ফাজিল মাদ্রাসার নাম জড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ নিজাম উদ্দিন আকন এবং উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাইদুর রহমানসহ অন্যান্য শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- আমতলী
- সংবাদ সম্মেলন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: