• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

এআইকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় : সুন্দর পিচাই


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৫১ পিএম
এআইকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় : সুন্দর পিচাই

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দেওয়া সব তথ্য অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় বলে জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যালফাবেটের এই সিইও জানান, বর্তমান প্রজন্মের এআই মডেলগুলো এখনো ভুল করতে পারে এবং ব্যবহারকারীদের উচিত এআইকে অন্য তথ্যসূত্রের সঙ্গে মিলিয়ে ব্যবহার করা।

তিনি বলেন, এ কারণেই মানুষ গুগল সার্চ ব্যবহার করে এবং আমাদের আরো এমন পণ্য আছে, যেগুলো সঠিক তথ্য দিতে বেশি নির্ভরযোগ্য। 

পিচাইয়ের মতে, এআইভিত্তিক টুলগুলো সৃজনশীল লেখা বা আইডিয়া তৈরির ক্ষেত্রে খুবই কার্যকর, কিন্তু তথ্য যাচাই ছাড়া এগুলোর ওপর পুরোপুরি নির্ভর করলে বিভ্রান্তি তৈরি হতে পারে।

তার ভাষায়, মানুষকে শিখতে হবে কোন কাজে এআই ভালো এবং কোন ক্ষেত্রে এর দেওয়া তথ্য ভুল বা অসম্পূর্ণ হতে পারে।

পিচাই আরো বলেন, গুগল যতটা সম্ভব সঠিক তথ্য দেওয়ার জন্য প্রচুর পরিশ্রম করে, কিন্তু বর্তমান এআই প্রযুক্তি এখনো কিছু ভুল করে; এবং এ কারণেই একটি বহুমুখী ও সমৃদ্ধ তথ্যব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন