• ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

এখনো শাহবাগে মুখোমুখি আন্দোলনকারী-পুলিশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৫৫ পিএম
এখনো শাহবাগে মুখোমুখি আন্দোলনকারী-পুলিশ

শাহবাগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে এখনো আন্দোলনকারী পরীক্ষার্থীরা অবস্থান করছেন। একই সঙ্গে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান ধরে রেখেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে জাস্টিস ফর ৪৭তম বিসিএস— ব্যানারে এসব পরীক্ষার্থীরা যমুনা অভিমুখে যেতে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আন্দোলনকারীরা সরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করছেন পরীক্ষার্থীরা। একই দাবিতে আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন তারা। বিকেলে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ থানার সামনে এলেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়।

সেখান থেকে বিকেল সাড়ে ৩টা নাগাদ আলোচনার জন্য সচিবালয়ে যান আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রতিনিধিদল। পরে ৪টা ৪০ মিনিটের দিকে কোনো আলোচনা ছাড়াই সচিবালয় থেকে ফিরে আসলে আন্দোলনকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। কিছুক্ষণ পর তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আন্দোলনকারীরা পুলিশের ওপর চড়াও হলে পুলিশও পাল্টা ধাওয়া দিয়ে দুটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

আন্দোলনরত পরীক্ষার্থীরা বলেছেন, আগে বিসিএসে অংশ নেওয়া পরীক্ষার্থীরা লিখিত পরীক্ষার জন্য ৬ মাস থেকে এক বছর সময় পেতেন। কিন্তু এবার সময় দেওয়া হয়েছে দুই মাসেরও কম। এ সিদ্ধান্ত অযৌক্তিক। ৪৭তম বিসিএসের পরীক্ষার তারিখ পেছাতে হবে।

অবশ্য আন্দোলনের মধ্যেও আগের সিদ্ধান্তে অটল রয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন জানিয়েছে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আসছে ২৭ নভেম্বর শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ— এই আটটি কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পদ–সংশ্লিষ্ট কিছু বিষয়ে পরীক্ষা শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন