কয়রায় বাস্তুভিটা জোরপূর্বক দখলের অভিযোগ : প্রতিকার চেয়ে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন
কয়রায় শতবর্ষ ধরে বসবাস করে আসা বাস্তুভিটা জোরপূর্বক দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার ৪নং কয়রা গ্ৰামের মোজাফফার গাজীর স্ত্রী মোছাঃ সাজিদা বেগম।
রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেন কয়রা মৌজায় এস এ খতিয়ান ০১ জমির পরিমাণ '১৫ শতক যাহা শতবছর ধরে বংশ পরম্পরায় বাড়ি ঘর নির্মাণ, পুকুর খনন, বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ বৃক্ষ রোপন করে ভোগদখলে আছি। যেখানে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহহীনদের জন্য দেওয়া ২ টি ঘর নির্মাণ করা আছে।
প্রতিমধ্যে কোন কারণ ছাড়াই একই গ্রামের প্রতিবেশী উজির গাজীর ছেলে রহিম গাজীর নেতৃত্বে আরও ৩/৪ জন সঙ্গবদ্ধ হয়ে আমার বসত বাড়ির ভিতর প্রবেশ করে সম্পূর্ণ অবৈধভাবে আমার খাসদখলীয় জায়গা জোর পূর্বক ঘেরা বেড়া দিয়ে দখল ও গাছ গাছালি কেটে ক্ষতি করেছে। শুধু তাই নয় আমাকে বিভিন্নভাবে হুমকি সহ ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। তারা প্রভাবশালী হওয়ায় আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি প্রতিবাদ করতে সাহস পাচ্ছি না।
নিরুপায়ে হয়ে এ বিষয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়রি করছি। এ ছাড়া কয়রা যৌথ বাহিনী সহ ৯৯৯ এ জরুরি সেবার সহযোগিতা কামনা করেছি। তবে সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে রহিম গাজীর কাছে জানতে চাইলে তিনি বিষয়টির সদুত্তর না দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী সাজিদা বেগম প্রশাসনের নিকট তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- কয়রা
- সংবাদ সম্মেলন
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: