• ঢাকা
  • রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. খেলাধুলা

কারাগারে ‘ভয়ংকর’ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রোনালদিনহো


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২:২৪ পিএম
কারাগারে ‘ভয়ংকর’ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন রোনালদিনহো

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদেনহো প্রথমবারের মতো প্যারাগুয়ের কারাগারে কাটানো সময় নিয়ে মুখ খুলেছেন। ভুয়া পাসপোর্ট ব্যবহারের অভিযোগে ২০২০ সালে গ্রেপ্তার হয়ে সেখানে কিছুদিন বন্দি থাকতে হয়েছিল তাকে।

৪৫ বছর বয়সী এই সাবেক তারকা জানান, শুরুতে তিনি ভেবেছিলেন কারাগারে তার সঙ্গে মারধরসহ ভয়ংকর কিছু ঘটতে পারে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন।

নিরাপত্তারক্ষীরা তাকে মারধর না করে বরং ফুটবল ট্রিক দেখাতে বলেন এবং তাদের বিনোদন দেন।

রোনালদিনহো বলেন, ‘আমি ভেবেছিলাম তারা আমাকে মারবে এবং কারাগারে যেসব ভয়ংকর ঘটনা ঘটে সেগুলো ঘটবে। কিন্তু তার বদলে তারা গার্ডদের ডেকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করে এবং আমাকে কিছু ট্রিক দেখাতে বলে। গ্রেপ্তারের পরদিন সকালে আমাদের বাইরে নিয়ে গিয়ে পাঁচজনের একটি ম্যাচ খেলানো হয়।

গার্ড ও কিছু কারা কর্মকর্তারা ক্যামেরা নিয়ে ম্যাচ দেখতে আসেন। সবাই দারুণ একটি দিন কাটায়। আমি বলতে পারি, সেখানে কাটানো সময়টা আমার জন্য ভালোই ছিল।’

উল্লেখ্য, প্যারাগুয়েতে ভুয়া পাসপোর্ট নিয়ে প্রবেশ করায় রোনালদিনহোকে গ্রেপ্তার করা হয়েছিল।

এ ব্রাজিলিয়ান তারকা ও তার ভাই জাল পাসপোর্ট তৈরি করেছিলেন। যে কারণে প্যারাগুয়ের আদালত তাদের ছয় মাস জেলে থাকার শাস্তি দেয়। তবে ৩২ দিন অতিবাহিত হওয়ার পর জামিন পান ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। 

মাঠের সাফল্যের দিক থেকে রোনালদিনহোর ক্যারিয়ার ছিল রূপকথার মতো। দক্ষিণ আমেরিকা ও ইউরোপে খেলেছেন দাপটের সঙ্গে।

জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, সেরি আ ও কোপা লিবার্তাদোরেস। ব্যক্তিগত অর্জনের ঝুলিতে রয়েছে ২০০৫ সালের ব্যালন ডি’অর এবং ২০০৪ ও ২০০৫ সালে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।

পোর্তো আলেগ্রেতে জন্ম নেওয়া এই জাদুকর ২০০২ সালে দক্ষিণ কোরিয়া–জাপান বিশ্বকাপ জয় করেন এবং ১৯৯৯ সালে কোপা আমেরিকার শিরোপা ঘরে তোলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন