• ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কালীগঞ্জে সারের সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫৮ পিএম
কালীগঞ্জে সারের সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

লালমনিরহাটের কালীগঞ্জে সারের তীব্র সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছেন কৃষকরা।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট মেসার্স সাইফুল ট্রেডার্স এর  সার বিক্রয়কেন্দ্রের সামনে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ করে কৃষকরা বিক্ষোভ শুরু করেন।

কৃষকদের অভিযোগ, ভুট্টা মৌসুম শুরুর পর থেকেই এলাকায়  সারের ঘাটতি দেখা দেয়। কয়েক দিন ধরে বিক্রয়কেন্দ্রে গেলেও সার মিলছিল না।  এ সময় অভিযোগ ওঠে—ডিলারগন খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে সার বিক্রি করছেন। এতে ক্ষুব্ধ কৃষকরা  মহাসড়ক অবরোধ করেন এবং ডিলার সহ সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার অপসারণ দাবি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কৃষক বলেন, জমিতে ভুট্টার জন্য সার দরকার। কয়েক দিন ধরে ঘুরি—তবুও সার পাই না। কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় ডিলাররা বাইরে বেশি দামে বিক্রি করছে।” অন্য একজন কৃষক  বলেন, “ডিলারের কাছে বারবার গেলেও সার পাই না। খুচরা বাজারে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এই দুর্নীতি আর সহ্য করা যায় না।”

উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় বলেন, “একসঙ্গে অনেক কৃষক সার নিতে আসায় চাপ বেড়েছে। মজুদ কম থাকায় সাময়িক সমস্যা। চাহিদা কমলেই পরিস্থিতি স্বাভাবিক হবে।” মেসার্স সাইফুল ট্রেডার্স এর প্রোপাটার কে মুঠোফোনে কল করে পাওয়া যায়নি।  “

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন