• ঢাকা
  • বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

কয়রা উপজেলায় পানি অধিকার বিষয়ক গণশুনানি


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৪০ পিএম
কয়রা উপজেলায় পানি অধিকার বিষয়ক গণশুনানি

খুলনার  কয়রা উপজেলায় জল অধিকার বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

 উপকূলীয় জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পানি, স্যানিটেশন ও জলবায়ু-সংক্রান্ত চ্যালেঞ্জ তুলে ধরা, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে সরাসরি সংলাপ প্রতিষ্ঠা এবং অংশগ্রহণকারীদের মতামত ভবিষ্যৎ পরিকল্পনা ও বাজেট প্রণয়নে অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই শুনানির আয়োজন করা হয়।

হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ-এর এসিসিইএসএস প্রকল্পের উদ্যোগে বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় বিআরডিবি হলরুমে গণশুনানি অনুষ্ঠিত হয়।

উপজেলা বাজেট মনিটরিং কমিটির সভাপতি মোল্যা মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এবং ডরপের কো-অর্ডিনেটর মোঃ শরিফুল আলম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোঃ ইসতিয়াক আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমা ও কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী। এতে বক্তব্য দেন প্যানেল চেয়ারম্যান আবু হাসান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শান্তুনী অধিকারী, ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, মা সংসদের স্পিকার তহমিনা খানম, স্বাস্থ্য গ্রাম দলের সভানেত্রী রাজিয়া সুলতানা, স্বপ্না মন্ডল প্রমুখ।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা পানি ও স্যানিটেশন সম্পর্কিত বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত ও প্রশ্ন উপস্থাপন করেন। তারা ইউনিয়ন পরিষদে নারীদের জন্য পৃথক প্রকল্প গ্রহণ, বেড়িবাঁধ নির্মাণ দ্রুত সম্পন্ন করা, আর্সেনিকসহ সকল ধরনের পানি পরীক্ষার ব্যবস্থা, জলবায়ু সহনশীল পানি প্রকল্প গ্রহণ, খাস পুকুর খনন কার্যক্রম বাস্তবায়ন, ওয়াশ খাতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। এ সময় অনুষ্ঠান বক্তরা বলেন, নারীদের জন্য প্রতি বছর পৃথক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, বেড়িবাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। শুনানিতে

কয়রার সাংবাদিকরা এলাকাবাসীর পানি সমস্যার বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা ডরপ-এর এমন সময়োপযোগী ও জনকল্যাণমূলক আয়োজনের প্রশংসা করেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন