কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষা বিষয়ে মিডিয়া অ্যাডভোকেসি
কয়রায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভ্যন্তরীণ অভিবাসন,স্থানচ্যুতি জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা ও জীবন জীবিকায় নানা মুখী সংকট দেখা দিয়ছে ।
ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও অস্বাভাবিক জলবায়ুগত পরিবর্তনে লাখো মানুষ তাদের বাড়িঘর, কৃষিজমি, সম্পদ ও কর্মসংস্থান হারিয়ে সামাজিক সুরক্ষার আওতায় আসার দাবিতে এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার তুলে ধরতে মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাসের ডিআরআর সিসিএ প্রকল্পের সহযোগিতায় এই অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুল বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইন্সটিটিউটের সহকারি অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে ও প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ ইব্রাহিম হোসেনের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, ইমতিয়াজ উদ্দিন মাষ্টার আঃ রউফ, মোঃ কামাল হোসেন, তরিকুল ইসলাম, শহিদুল্যাহ শাহিন,আব্দুল খালেক, মোঃ ফরহাদ হোসেন, ইউপি সদস্য আবু হাসান, কারিতাসের মাঠ কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, এনজিও প্রতিনিধি মোঃ আঃ ছালাম, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আঃ মান্নান, ফালগুনী রানী মন্ডল প্রমুখ।
এসময় অ্যাডভোকেসি সভায় বক্তারা বলেন, মিডিয়া হলো নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। উপকূলীয় ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব চিত্র গণমাধ্যমে অধিকতর তুলে ধরা গেলে তাদের জন্য সামাজিক সুরক্ষা বরাদ্দ, পুনর্বাসন, ঘর নির্মাণ, জীবিকা সহায়তা এবং দুর্যোগ প্রস্তুতিমূলক কার্যক্রমে সরকারি সহযোগিতা বাড়বে।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: