• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারের সামনে নেতাকর্মীরা, সাধারণ মানুষ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৩৪ এএম
খালেদা জিয়ার মৃত্যুর খবরে এভারকেয়ারের সামনে নেতাকর্মীরা, সাধারণ মানুষ
এভারকেয়ার হাসপাতাল

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে ছুটে আসছেন নেতাকর্মীরা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় অনন্তকালে পাড়ি জমান খালেদা জিয়া। তার মৃত্যুতে শোক জানাচ্ছেন দেশের মানুষ।

মৃত্যুর পরপরই শীত উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষ হাসপাতালের সামনে আসতে থাকেন। এ সময় নিরাপত্তা জোরদার করা হয়।

হাসপাতালে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবীর রিজভী, হাবীবুন নবী খান সোহেল, ডা. শাহাবুদ্দিন তালুকদার ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা।

সকাল ৯টার দিকে এভারকেয়ার হাসপাতালের ব্রিফিং রুমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই সংবাদ নিয়ে আপনাদের সামনে আসতে হবে, ভাবিনি। আমরা আবারও আশা করছিলাম আগের মতো তিনি সুস্থ হয়ে উঠবেন।

আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা আমাদের ছেড়ে চলে গেছেন। এই ক্ষতি জাতি পূরণ করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘যে নেত্রী গণতন্ত্রের জন্য সারা জীবন উৎসর্গ করেছিলেন, তিনি নেই, আমরা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো।

’খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। তার মৃত্যুতে  সাতদিনের শোক পালন করবে বিএনপি।

দৈনিক পুনরুত্থান / নিজস্ব প্রতিবেদক

এ সম্পর্কিত আরও পড়ুন