• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে : গণঅধিকার পরিষদের ভিপি নূর


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৩৯ পিএম
গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে : গণঅধিকার পরিষদের ভিপি নূর

গাইবান্ধার সাদুল্লাপুরে গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর–এর আগমনকে ঘিরে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক জনসভা। রবিবার (৯ নভেম্বর) বিকেল ৪টায় সাদুল্লাপুর হাইস্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে হাজারো মানুষের উপস্থিতিতে পুরো মাঠ জনস্রোতে পরিণত হয়। সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সুরুজাম্মান সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ গাইবান্ধা জেলা সভাপতি এম এস মামুন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, সৎ নেতৃত্ব গড়ে তোলা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মই পারে বর্তমান রাজনৈতিক সংকটের অচলাবস্থা ভাঙতে এবং পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করতে।

মূল বক্তব্যে ভিপি নুরুল হক নুর বলেন,“দেশে জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই দেশকে রক্ষার একমাত্র পথ গণতন্ত্র পুনরুদ্ধার। আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আছি, থাকবো এবং ইনশাআল্লাহ বিজয়ী হবো।” জনসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন