• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

গভীর নলকূপের ৩০ ফুট গভীরে আটকা পড়েছে শিশু, চলছে উদ্ধারের চেষ্টা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:১০ পিএম
গভীর নলকূপের ৩০ ফুট গভীরে আটকা পড়েছে শিশু, চলছে উদ্ধারের চেষ্টা

রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপের ৩০ ফুট মাটির নিচে আটকা পড়েছে মো. স্বাধীন (২ বছর) নামে এক শিশু।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের এক জমির মাঠে ঘটনাটি ঘটেছে। সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় ঘণ্টায়ও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

আটকে পড়া শিশু স্বাধীন ওই গ্রামের রাকিব উদ্দীনের ছেলে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই শিশু জীবিত আছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রাজশাহী বিভাগে বিএনপির মনোনয়ন পেলেন যারা
কোয়েলহাট পূর্বপাড়ার স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন ও জালাল উদ্দীন বলেন, দুপুর ১২টার দিকে জমি থেকে মাটি নিয়ে আসা একটি ট্রলি আটকে যায়। রাকিব ও তার স্ত্রী তাদের ২ বছরের ছেলেকে নিয়ে মাটিতে গেঁথে যাওয়া ট্রলিকে দেখতে যায়। শিশুটি তার মায়ের কোল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল। এরই মধ্যে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় স্বাধীন। মা-বাবা গর্তের মধ্য থেকে শিশুটিকে তুলতে পারছিলেন না। পরে ফায়ার সার্ভিসে জানানো হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেন। স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন। 

স্থানীয়া জানান, পরিত্যক্ত গভীর নলকূপের মালিক তাহের দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ডিপের পাইপটি মুখ খোলা অবস্থায় ফেলে রেখেছিলেন। কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

মেয়েদের মোহরানা কমিয়ে বিয়ে সহজ করা উচিত: রাজশাহী বিভাগীয় কমিশনার
শিশুটির মা রুনা খাতুন বলেন, ‘আমার বাচ্চাটি কোল থেকে নেমে গর্তের মধ্যে পড়ে যায়। আমার বাচ্চা মা মা করে জোরে জোরে কাঁদছে। গর্তের মধ্যে থেকে কান্নার শব্দ শোনা যাচ্ছে। আমি তাকে খুঁজছি কিন্তু দেখতে পাচ্ছি না।’

এ বিষয়ে তানোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল রউফ বলেন, ‘বাচ্চাটিকে উদ্ধারের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ সহায় হলে বাচ্চাটি জীবিত উদ্ধার করা যাবে। উদ্ধার কাজ চলছে। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে দুটি টিম এসেছে উদ্ধার কাজে।’

এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান বলেন, বাচ্চাটির বিষয়টি দুঃখজনক। সবাই দোয়া করুন, বাচ্চাটি যেন উদ্ধার হয়ে মায়ের কোলে ফিরে যেতে পারে। — Copied from www.khoborsangjog.com © 2025

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন