জাতিকে বিভক্ত নয়, দেশ গড়ার কাজে আসার আহ্বান-মাওলানা আবুল কালাম আজাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারি পরিচালক ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, জাতিকে বিভক্ত নয়, এখন দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়ার সময়। দেশের মানুষ আজ নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের মধ্যে কোনো বিভেদ বা সংঘাত কাম্য নয়। জাতি হিসেবে আমাদের এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত একটি সমৃদ্ধ, শান্তিময় ও শক্তিশালী দেশ গঠন করা।
বুধবার (১০ ই ডিসেম্বর) বিকাল ৩ টায় কয়রা উপজেলা জামায়াত অফিস চত্বরে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, ১৯৭১ সালের মীমাংসিত বিষয় নিয়ে জাতিকে বারবার বিভক্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু গোটা জাতি তা প্রত্যাখ্যান করেছে। আমাদেরকে কে গালি দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে জনগণ থেকে পৃথক করার চেষ্টা করা হয়েছে । মানুষ এখন সচেতন সত্যটা বুঝতে পারছে। স্বাধীনতার ৫৪ বছরে যারা ক্ষমতায় এসেছে তারা হিন্দু ভাইদের নিয়ে বিভেদ সৃষ্টি করেছেন। কখনো তাদের ভাগ্যন্নোয়নে কখনো কাজ করেনি। কখনো কখনো সংখ্যালঘু ট্যাগ দিয়ে তাদেরকে বিভেদ করা হয়েছে। হিন্দু ভাইদের পৃথক করে রাখা হতো। আমাদের সাথে তাদের কখনো মিশতে দেওয়া হত না। আজ হিন্দু সমাজ সচেতন, তারা জামায়াত ইসলামকে চিনতে শিখেছে। জামায়াত ইসলাম থেকে দুইজন হিন্দু ভাইকে মনোনয়ন দেওয়া হয়েছে। খুলনা ১ আসনে বাবু কৃষ্ণ নন্দী, কিশোরগঞ্জ ৩ আসনে চিত্ত রঞ্জন বাবু। হিন্দুরা আমাদের ভাই তাদেরকে সাথে নিয়ে আমরা দেশ গড়তে চাই। এসম তিনি দেশের সকল রাজনৈতিক দল ও সুধী সমাজকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন।এই সমাবেশে কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি শেখ সায়ফুল্লাহ' সঞ্চালনায় সূধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি শেখ আবুল কালাম আজাদ, নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের প্রভাষক বাবু বিদেশ চন্দ্র মৃধা, কয়রা উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মন্ডল, কয়রা প্রেস ক্লাবের সেক্রেটারি কামাল হোসেন, কৃষক কিরণ চন্দ্র মন্ডল, প্রভাষক সুব্রত কুমার সরদার, প্রতাপ সারণী মাধ্যমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক বাবু দেবী রঞ্জন, কয়রা শাকবাড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, কয়রা মদিনাবাদ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইউনুস আলী, ইউপি সদস্য আবু হাসান, মাওলানা দ্বীন মুহাম্মদ
মাওলানা সরোয়ার হুসাইন প্রমুখ। অনুষ্ঠানে
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: