• ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ঝিনাইগাতী সীমান্তে পুলিশের অভিযানে ৪৮৯ বোতল ভারতীয় মদ জব্দ!


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:২১ পিএম
ঝিনাইগাতী সীমান্তে পুলিশের অভিযানে ৪৮৯ বোতল ভারতীয় মদ জব্দ!

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামে কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত মহরম আলীর ছেলে মাজাহারুলের বসতবাড়িতে পুলিশের বিশেষ অভিযানে আমদানিনিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৪৮৯ বোতল মদ জব্দ করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশ জানায়, মাদকবিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন এসআই শামছুল হক ও এসআই শফিউল্লাহ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজাহারুল পালিয়ে গেলেও তার বাড়িতে চালানো তল্লাশিতে বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। উদ্ধার মদের আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, মাজাহারুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অর্ধ-ডজনের বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন