• ঢাকা
  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৩১ এএম
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২৮ ডিসেম্বর) রাত ৯টা ৫০ মিনিটের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদার ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে আগুনের সূত্রপাত হয়। রাত ১১টা ২০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪নং ক্যাম্পের পার্শ্ববর্তী আলীখালী ২৫নং রোহিঙ্গা ক্যাম্পের একটি ব্লকে আগুন ছড়িয়ে পড়ার তথ্য মিলেছে, একাংশে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও অন্য অংশে তীব্রতা বাড়ছে।

আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন টেকনাফ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা জামিন মিয়া। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ২০-২৫টির বেশি ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানান তিনি।

লেদার ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত জানিয়ে লেদা ক্যাম্প ডেভেলপমেন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলম বলেন, ‘ক্যাম্পের বাসিন্দা ফাতেমার ঘর থেকে ফোনে চার্জে আগুন লাগে বলে জেনেছি প্রাথমিকভাবে। এতে চারদিকে আগুন ছড়িয়ে পরে। অগ্নিকাণ্ডের পর আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফায়ার সার্ভিসও কাজ করছে।'

লেদার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আমিন বলেন, হঠাৎ করে আগুন জ্বললে উঠলে পরিবার নিয়ে বেড়িয়ে আসি, আগুনের তীব্রতা বেশি ক্যাম্পের বাসিন্দারা আতঙ্কে আছে।

ক্যাম্পের আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ কাউছার সিকদার বলেন, 'আলীখালী ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের মধ্যবর্তী এলাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট সবাই সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে, এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।'

এর আগে, গত ২৬ ডিসেম্বর ভোরে উখিয়ার ৪নং রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে একটি হাসপাতাল সম্পূর্ণ পুড়ে যায় এবং ২৫ ডিসেম্বর রাতে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয় আনুমানিক ১০টি ঘর।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন