ডিমলায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়েছে।
রবিবার (১৪ই ডিসেম্বর) সকাল থেকে ডিমলা উপজেলার বালাপাড়া ডাঙ্গারহাট,রামডাঙ্গা,পশ্চিম ছাতনাই,গয়াবাড়ি ইউনিয়নের বদ্ধভূমিতে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্প অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা নিবেদন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে ও দোয়া করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির,ডিমলা থানার (ওসি) শওকত আলী,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক আবুল কাশেম,সাবেক কমান্ডার শামসুল হক,বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, অধ্যাপক রইসুল আলম চৌধুরী, মাওলানা হাবিবুর রহমান কাজী,বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা সন্তান জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক সুধী সমাজের জনপ্রতিনিধি প্রমুখ। বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধের চুড়ান্ত পর্যায়ে স্বাধীনতা বিরোধী শক্তি পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, চিন্তাবিদ,সাংবাদিক, সাহিত্যিকদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায় কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগর বৃথা যায়নি, তাদের আদর্শেই স্বাধীন বাংলাদেশ আজ চলছে চলবে আগামীর দিনগুলো।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- ডিমলা
- শহীদ বুদ্ধিজীবী দিবস
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: