• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না অন্তর্বর্তী সরকার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০৩ পিএম
ডিসি সম্মেলন নিয়ে ভাবছে না অন্তর্বর্তী সরকার

চলতি বছর জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন হচ্ছে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতির কারণে এ সম্মেলন নিয়ে ভাবা হচ্ছে না। এক কথায় ডিসি সম্মেলন নিয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত কিংবা প্রস্তুতি কোনোটাই নেই।

২০২৬ সালের ডিসি সম্মেলনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে বলেন, ডিসি সম্মেলনের বিষয়টি আমরা এখনো পরিকল্পনায় আনিনি। এ বিষয়ে আমাদের কোনো প্রস্তুতিও নেই। আগামী ফেব্রুয়ারিতে ডিসি সম্মেলন হচ্ছে না।

তিনি আরও বলেন, আমরা আশা করছি- ফেব্রুয়ারি মাসে নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবে। তখন হয়তো এ বিষয়ে নতুন সিদ্ধান্ত হবে। 

ডিসি সম্মেলন আয়োজনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা যুগান্তরকে বলেন, সরকার এখন নির্বাচন আয়োজন নিয়ে ব্যস্ত। সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে মাঠ প্রশাসন মূল ভূমিকা পালন করে। ডিসি সম্মেলনের মতো এত বড় আয়োজন নিয়ে সরকার এই মুহূর্তে ভাবছে না। সম্প্রতি ৫২ জেলায় নতুন ডিসি দেওয়া হয়েছে। তাদের এবং নতুন বিভাগীয় কমিশনারদের নিয়ে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে বিশেষ সভা করে নির্বাচন সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন। ডিসি সম্মেলনে যা বলা বা করা হয়, তাই নির্দেশনা দেওয়া হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন