• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:২৯ পিএম
ঢাকায় মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসাবে তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলা ব্রাজিলের সাবেক রাইট-ব্যাক কাফু ঢাকায় আসছেন। সব ঠিক থাকলে ব্রাজিলের হয়ে দুই বার (১৯৯৪ ও ২০০২) বিশ্বকাপ জেতা অধিনায়ক কাফু দুদিনের সফরে ঢাকায় আসবেন ১১ ডিসেম্বর। ব্রাজিলের আরেক সাবেক তারকা রোনালদিনহো ও আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের পর তৃতীয় লাতিন তারকা কাফু ঢাকায় আসছেন।

ঢাকা জাতীয় স্টেডিয়ামে ৫-১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল। এএফবি প্রোমোশনের আয়োজনে আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের তিনটি দলের এ টুর্নামেন্টের পুরস্কার তুলে দিতে ১১ ডিসেম্বর সকাল ৮টায় ঢাকায় অবতরণ করার কথা কাফুর। 

শুক্রবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে পেশাদার বক্সিংয়ের অন্যতম প্রতিষ্ঠান এএফ বক্সিং অ্যারেনার চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান উপস্থিত ছিলেন। 

তিন দেশের অনূর্ধ্ব-২০ বা ২৩ পর্যায়ের আমন্ত্রণমূলক প্রতিযোগিতা মাঠে গড়াবে ৫ ডিসেম্বর। প্রথমদিনে ব্রাজিলের দলটির বিপক্ষে খেলবে বাংলাদেশের বাছাই করা একটি দল। ৮ ডিসেম্বর স্বাগতিকদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। ১১ ডিসেম্বর শেষ ম্যাচে মাঠে নামবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। এ টুর্নামেন্টে খেলতে ২ ডিসেম্বর ঢাকায় আসবে ব্রাজিল দল এবং একদিন পর আর্জেন্টিনা। 

আর্জেন্টিনার প্রতিনিধিত্বকারী ক্লাব আতলেতিকো শারলন এবং ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের বাছাই করা দল (যার বেশিরভাগই তরুণ) বাংলাদেশে আসবে। আসাদুজ্জামান বলেন, ‘দুই দেশের অনূর্ধ্ব-২০ পর্যায়ের তরুণ ফুটবলাররা খেলবেন। দু-একজন সবশেষ যুব ফিফা বিশ্বকাপ খেলা ফুটবলাররাও থাকতে পারেন।’ কামরুল ইসলাম বলেন, ‘আমাদের দলটা হবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-২৩ দল থেকে বাছাই করা।’

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১৪২ ম্যাচ খেলা সাবেক অধিনায়ক কাফু। বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করে কাফুর পাঠানো এক ভিডিওবার্তা বড় পর্দায় দেখানো হয় সংবাদ সম্মেলনে। সেখানে তিনি বলেন, ‘আমি কাফু। আসছি বাংলাদেশে। সবাইকে আমন্ত্রণ।’ বাংলাদেশে এ আয়োজন সামনে রেখে চমক রেখেছে আয়োজক প্রতিষ্ঠান। আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তুতা কিংবা ক্লদিও ক্যানিজিয়ার মধ্যে যে কোনো একজনকে আনা হতে পারে বলে জানান আয়োজকরা।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন