তিন দফা দাবিতে খুলনা এবং বরিশাল বিভাগের ১০টি বাস মালিক সমিতির পরিবহন ধর্মঘটের ঘোষণা
দক্ষিণাঞ্চলের ১৮ টি রুটের মহাসড়ক থেকে নসিমন করিমন সহ বিআরটিসির অবৈধ বাস চলাচল বন্ধ না হলে আগামী ২ ডিসেম্বর থেকে অনিদৃষ্ট কালের পরিবহন ধর্মঘটের ঘোষণা করেছে খুলনা এবং বরিশাল বিভাগের দশটি বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। রবিবার (১৬ নভেম্বর) বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রূপসা বাগেরহাট বাস মিনি বাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম।
বাস মালিক সমিতির নেতৃবৃন্দ সাংবাদিকদের জানান, এ বিষয়ে জেলা প্রশাসক ও বিআরটিসি'র কর্মকর্তাদের সাথে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কিন্তু কোন সুরাহা হয়নি। বাস মালিক সমিতির তিন দফা দাবি যদি পহেলা ডিসেম্বরের ভিতর না মানা হয় তাহলে ২রা ডিসেম্বর থেকে লাগাতার পরিবহন ধর্মঘট শুরু হবে বলে নেতৃবৃন্দ জানান। তারা আরো বলেন দীর্ঘ বছর যাবত বিআরটিসি'র অবৈধ কয়েকটি গাড়ি বিভিন্ন রুটৈ চলাচল করছে। বিআরটিএ কিংবা জেলা প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। অনতিবিলম্বে বাস মালিক সমিতির তিনটি দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত আলী। আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট আন্তঃ জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, বাগেরহাট রূপসা আন্তঃ জেলা বাস মিনি বাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মোঃ সামাদ মোল্লা। ঝালকাঠি বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান, আন্তঃ জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ,
খুলনা আন্তঃ জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি শেখ মাসুদুর রহমান, পিরোজপুর আন্তঃ জেলা বাস- মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সহ-সভাপতি অশোক কুমার দাস, রুপসা বাগেরহাট বাস- মিনিবাস কোচ ও
মাইক্রোবাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিনসহ দক্ষিণাঞ্চলের ১৮টি রুটের ১০টি মালিক সমিতির নেতৃবৃন্দরা। সংবাদ সম্মেলন শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: