পঞ্চগড়ে ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দশ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান পঞ্চগড়ে আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । আগামী শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে পঞ্চগড় চিনিকল মাঠে এক জনসভায় অংশগ্রহণের মাধ্যমে তিনি এই সফর শুরু করার কথা রয়েছে।
ডা. শফিকুর রহমানের পঞ্চগড় আগমন উপলক্ষে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জেলা জামায়াত কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইন বলেন, “১০ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়ে নির্বাচনী সফর করবেন।” পঞ্চগড়ে এটি ডা. শফিকুর রহমানের চতুর্থ সফর। এর আগে আওলিয়াঘাটের মর্মান্তিক নৌকাডুবির ঘটনাকে কেন্দ্র করে দুইবার এবং গত বছর ২৬ ফেব্রুয়ারি একবার পঞ্চগড় সফর করেন তিনি।
সংবাদ সম্মেলনে আগামী ২৩ জানুয়ারি, শুক্রবার পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত জনসভায় জেলার ১০ দলীয় জোটসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেলোয়ার হোসেন, নায়েবে আমীর মফিজ উদ্দীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার বসনিয়া এবং পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সফিউল ইসলাম।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পঞ্চগড়
- ডা. শফিকুর রহমান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: