পেকুয়ায় শেখ হাসিনার ফাঁসির রায়ে ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামিলীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করে
পেকুয়া উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল পথসভা ও মিষ্টি বিতরণ সোমবার বিকেল ৪টার দিকে পেকুয়া উপজেলার কবির আহমদ চৌধুরী বাজার থেকে মিছিলটি বের হয়ে পেকুয়ার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পেকুয়া চৌমুহনীর বিএনপির প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় অতি দ্রুত শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানানো হয়।
পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয় বলেন, এ রায় বহুল কাঙ্ক্ষিত একটি রায়৷ আমার ভাই ওয়াসিমকে হত্যা করার বিচারের রায়। যে ট্রাইবুনালে দেশের শতশত মানুষকে অপরাধী বানিয়েছে সেই ট্রাইবুনালে তার ফাঁসির রায় প্রদান করা হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের পরিবারের আকাঙ্খা বাস্তবায়ন হবে। শুধু রায় ঘোষণা করলেই হবে না৷ অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
এদিকে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা এড়াতে পেকুয়ায়ও বাড়ানো হয়েছে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন করা হয়েছে পুলিশ, সেনাবাহিনী। পাশাপাশি তৎপর রয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
উল্লেখ্য, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- পেকুয়া
- শেখ হাসিনা
- মিষ্টি বিতরণ
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: