• ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ফরিদপুরে বিএনপি মহাসচিবকে নিয়ে ফেসবুকে মন্তব্য, পদ হারালেন ছাত্রদল নেতা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২:৩৭ এএম
ফরিদপুরে বিএনপি মহাসচিবকে নিয়ে ফেসবুকে মন্তব্য, পদ হারালেন ছাত্রদল নেতা

ফরিদপুরে বিএনপি মহাসচিবকে নিয়ে ফেসবুকে মন্তব্য করায় পদ হারিয়েছেন ছাত্রদল নেতা। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় দলীয় পদ থেকে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির রবিবার (১৬ নভেম্বর) এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন।

বহিষ্কৃত ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। তবে আমি আমার ভুল বুঝতে পেরে পোস্টটি ডিলেট করে ক্ষমা চেয়েছি। তবু আমাকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে আমি আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না।'

দৈনিক পুনরুত্থান / মিজান উর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

এ সম্পর্কিত আরও পড়ুন