• ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ : এক একর বনভূমি উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৪৮ পিএম
বন বিভাগের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ : এক একর বনভূমি উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারববাকিয়া রেঞ্জের পহরচাঁদা বিটের হাঁফালিয়া কাটার লালমিয়া দোকান নামক এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধভাবে গড়ে ওঠা দালান গুড়িয়ে দিয়েছে বনবিভাগ।

সোমবার (২৪ নভেম্বর) সকালে বারবাকিয়ার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় এক একর অবৈধভাবে দখলে থাকা সংরক্ষিত বনভুমিও উদ্ধার করা হয়।

বারবারকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান বলেন, বনের ভিতর অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। বনের জায়গা দখলকারীদের কোন ছাড় নয়, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন