বরগুনায় নারীদের প্রশিক্ষণের নামে প্রতারণা
বরগুনায় প্রান্তিক নারীদের পোশাক তৈরীর প্রশিক্ষণের নামে প্রতারনার অভিযোগ উঠেছে সাবরিনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামের একটি কথিত প্রতিষ্ঠানের নামে।
অভিযোগের সত্যতা পেলে মোবাইল কোর্ট পরিচালনা করে বরগুনা উপজেলা প্রশাসন। বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বরগুনা সদরের বাশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা যায়, সাবরিনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠান বরগুনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের পোশাক তৈরীর প্রশিক্ষণের জন্য বলে। এতে বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া এলাকার আগ্রহী অভিভাবকরা প্রথমে ১০০ টাকার বিনিময়ে ফরম পূরন করে এবং পরবর্তীতে আরো ৫০০ টাকা দেয়ার জন্য বলা হয়।
পরে বুধবার সন্ধ্যায় বাশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান। এসময় প্রতারক ওয়াসীম ইসলাম নামে একজনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৪ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড দেয়।
বাকি দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এবং প্রশিক্ষণের জন্য যারা টাকা দিয়েছে তাদের টাকা স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেয়া হয়। চেয়ারম্যান ভুক্তভোগীদের টাকা হস্তান্তর করবে। স্থানীয়রা জানায়, আগেও এধরণের প্রতিষ্ঠান বিভিন্ন প্রশিক্ষণের কথা বলে টাকা নিয়ে গায়েব হয়ে যায়৷
এবারের এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ড তাদের কাছে সন্দেহজনক মনে হলে তারা অভিযোগ তোলে। এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস আলো আকন বলেন, আজ বাশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভুয়া প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমান করা হয়। এবং দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। যারা টাকা দিয়েছে তাদের টাকা আমার কাছে জমা দেয়া হয়েছে। আমি ভুক্তভোগীদের মাঝে বন্টন করে দিব।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: