• ঢাকা
  • শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বসুন্ধরা চেয়ারম্যানের নামে ভুয়া ভিডিও, সতর্ক থাকার আহ্বান


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৮:৩৫ পিএম
বসুন্ধরা চেয়ারম্যানের নামে ভুয়া ভিডিও, সতর্ক থাকার আহ্বান

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি কাজে লাগিয়ে ভুয়া ভিডিও তৈরি করে বসুন্ধরা গ্রুপের পক্ষে বিনিয়োগের আহ্বান জানিয়েছে একটি প্রতারক চক্র। জনসাধারণকে এ বিষয়ে সাবধান থাকার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি সাইলেন্ট স্ট্রিটস নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা এআই দিয়ে তৈরি ওই ভুয়া ভিডিওতে দেখা যায়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বক্তব্য দিচ্ছেন এবং তিনি বিভিন্ন লোভনীয় প্যাকেজে বিনিয়োগ আহ্বান করছেন।

বসুন্ধরা গ্রুপ কর্তৃপক্ষ জানাচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং এর সব তথ্য মিথ্যা ও বানোয়াট।

যা মানুষের সঙ্গে আর্থিক প্রতারণার উদ্দেশ্যেই করা হয়েছে। সাধারণ বিনিয়োগকারী ও জনগণকে ধোঁকা দিয়ে অর্থ হাতিয়ে নিতে এআই দিয়ে এই ভিডিও তৈরি করা হয়েছে।

এই ভিডিও দেখে কেউ যেন কোনোরকম আর্থিক বা অন্য কোনো ধরনের লেনদেন না করেন সে জন্য বসুন্ধরা গ্রুপ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

৩৫৩৪৬

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নামে ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন