• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বিলে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:২৯ পিএম
বিলে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামে শাপলা তুলতে গিয়ে একই পরিবারের চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকালে উপজেলার মসুরিভাজা বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত চার শিশু হলো— অষ্টম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা (১৪) ও মিম (১৪) এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আফিয়া (১০) ও আলসিয়া (১০)। তারা দুই ভাই মজিবর রহমান ও শাহারুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে চার শিশু একসঙ্গে মসুরিভাজা বিলে শাপলা তুলতে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর বিলের পানিতে তাদের দেহ ভাসতে দেখে এলাকাবাসী চিৎকার শুরু করেন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার শিশুর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

হঠাৎ ঘটে যাওয়া এ মর্মান্তিক ঘটনায় গোটা রাজনগর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। একই পরিবারের চার শিশুর একসঙ্গে চলে যাওয়া যেন কেউ বিশ্বাস করতে পারছেন না। এলাকাবাসীর চোখে এখন শুধু কান্না ও শোকের ছাপ।

স্থানীয় ইউপি সদস্য মজনু জানান, এটি খুবই হৃদয়বিদারক ঘটনা। এমন মৃত্যু আমাদের পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে।

পরিবারের সদস্যরা বিলাপ করে বলেন, ওরা সবাই মিলে ফুল তুলতে গিয়েছিল, আর একসঙ্গেই চলে গেল।

এদিকে শিশুদের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকেও সহানুভূতি জানানো হয়েছে এবং এ ধরনের দুর্ঘটনা এড়াতে স্থানীয় জলাশয়গুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন