বোয়ালমারীতে নবাগত অফিসার-ইন-চার্জ (ওসি)র সাংবাদিকদের সাথে মত বিনিময়
বোয়ালমারীতে সদ্য আগত থানা অফিসার-ইন-চার্জ (ওসি) সংবাদ কর্মিদের সাথে মত বিনিময় করেছেন।
ফরিদপুরের বোয়ালমারীতে নবাগত অফিসার-ইন-চার্জ (ওসি) মো: আনোয়ার হোসেন'র সাথে বোয়ালমারীতে কর্মরত সকল সাংবাদিকদের থানা ক্যাম্পাসে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাতে মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
মত বিনিময় সভায় নবাগত ওসি মো: আনোয়ার হোসেন সংবাদ কর্মিদের স্বাগত জানিয়ে বলেন, সামনে ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন। আমরা আশা করি এই নির্বাচনটি হবে সর্বজন গ্রহণযোগ্য, নিরপেক্ষ-স্বচ্ছ নির্বাচন। নির্বাচন কেন্দ্রীক বদলী আমাদের দায়িত্বের দৃঢ়তাকে কঠিন ভাবে স্মরণ করিয়ে দেয়।
সে কারণে নির্বাচন নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নাবাগত ওসি আনোয়ার হোসেন বলেন, মাদক বিষয়ে কোন ছাড় নয়। সংবাদ কর্মিদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বেদনাশ্রু নিয়ে কোন ভুক্তভোগী থানায় এলে, আনন্দাশ্রু নিয়ে থানা থেকে ফিরে যাবে, ইনশাআল্লাহ।" সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ওসি বলেন, 'আমার দরজা সব সময় খোলা থাকবে।' মতবিনিময় সভা সমন্বয় করেন, এসআই মাহমুদ হাসান ও এসআই শরীফ আব্দুর রশিদ।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বোয়ালমারী প্রসক্লাবের সভাপতি, সাপ্তাহিক আল হেলালের সম্পাদক, ইত্তেফাক প্রতিনিধি মো: রেজাউ হক, দৈনিক সময়ের প্রত্যাশা ও সাপ্তাহিক আগামীর প্রত্যাশার সম্পাদক, বোয়ালমারী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: মোরশেদ আহম্মেদ সিকদার লিটু, সাধারন সম্পাদক, যমুনা টেলিভিশন প্রতিনিধি মহব্বত হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন, দৈনিক পুনরুত্থান বার্তা সম্পাদক ও দৈনিক সময়ের প্রত্যাশার সিনিয়র স্টাফ রিপোর্টার মিজান-উর- রহমান দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যম কর্মিগণ।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- বোয়ালমারী
- মত বিনিময়
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: