• ঢাকা
  • সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

বোয়ালমারীতে যৌথবাহিনীর হাতে ৭ মাদককারবারী আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০১:৪৩ এএম
বোয়ালমারীতে যৌথবাহিনীর হাতে ৭ মাদককারবারী আটক

বোয়ালমারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সাত মাদক কারবারী আটক হয়েছে। দীর্ঘদিনের চিহ্নিত এই মাদককারবারীরা ফরিদপুরের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিল। গত শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে দীর্ঘ নজরদারী এবং গোপন সুত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে এলাকার বিভিন্ন স্পট থেকে তাদের আটক করে যৌথ বাহিনী । আটককৃতদের কাছ থেকে ১কেজি ৩০০গ্রাম গাজা ও ৪০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বোয়ালমারী থানার উপপরিদর্শক মো: শফিকুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন, মামলা নম্বর ৩৪। রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) দুপুরে আসামীদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।

  আটককৃত মাদককারবারীদের পরিচয় পাওয়া গেছে। তারা হ'লো ফরিদপুর সদর উপজেলা চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের   জাহিদ শেখের ছেলে মিলন শেখ (২৭), মধুখালী উপজেলা দস্তরদিয়া গ্রামের জয়নাল শেখের ছেলে রতন শেখ (৩০), একই গ্রামের সিরাজ শেখের ছেলে সজিব শেখ (২৫), বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সরবানদিয়া গ্রামের ইনামুল শেখ (৩৮), আমুরদিয়া গ্রামের হাশেম শেখের ছেলে তরিকুল (৩২) এবং সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে শফিউল আলম পিন্টু (৪৪)।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানা অফিসার-ইন-চার্জ মো: আনোয়ার হোসেন জানান, আটককৃতদের নামে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিষয়ে অভিযান অব্যাহত থাকবে, কোন ছাড় দেওয়া হবে না।
 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন