• ঢাকা
  • শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৭ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বিদ্যুৎ বিভ্রাট


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:৪২ পিএম
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৭ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বিদ্যুৎ বিভ্রাট

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রভাবে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়ে উৎপাদন বিঘ্নিত হয়েছে। ফলে দেশের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং বেশ কিছু এলাকায় লোডশেডিং বেড়েছে।

আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিপিডিবির কর্মকর্তাদের মতে, বিবিয়ানা-২ (সামিট) ৩৪১ মেগাওয়াট, আশুগঞ্জ ৫৫ মেগাওয়াট, এবং আশুগঞ্জ ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র ভূমিকম্পের সময় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এ ছাড়া ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এসএস পাওয়ারের ৬০০ মেগাওয়াট ক্ষমতার একটি ইউনিট চালু ছিল, তবে সেটিও বন্ধ হয়ে যায়।

একইসঙ্গে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র আংশিকভাবে উৎপাদন কমানো হয়েছে।

এগুলো হলো বিবিয়ানা-৩, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট এবং সিরাজগঞ্জ ২২৫ মেগাওয়াট।

বিপিডিবি কর্মকর্তারা জানিয়েছেন, ঘোড়াশাল এআইএস গ্রিড সাবস্টেশন থেকেও বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। সেখানে আগুন, ইনসুলেটর ভেঙে যাওয়া ও অন্যান্য কারণে অনেক অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আছে। তারা যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছেন বলেও জানান।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন