• ঢাকা
  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

মাঝকান্দি-ভাটিয়াপাড়া মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:৩৩ পিএম
মাঝকান্দি-ভাটিয়াপাড়া মহাসড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

বোয়ালমারীতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া মহাসড়কের পাশে যুবকের মরদেহ পড়েছিল। 

ফরিদপুরের বোয়ালমারীতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) বিকেল তিনটার দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দ্রপুর ব্রিজ সংলগ্ন এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে নিহতের নাম পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে স্থানীয় এক ভ্যানচালক ও এক যাত্রী মরদেহ দেখতে পেয়ে চিৎকার করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

বনচাকি গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ শেখ সংবাদকর্মীদের জানান, 'আমি একটি ভ্যানে করে বোয়ালমারী বাজারে যাচ্ছিলাম। এসময় ঘটনাস্থলে সড়কের পাশে জিনারি লাগানো এক টুকরো কাঠ দেখতে পেয়ে ভ্যানচালককে থামতে বলি। এ সময় কাঠটি রাস্তার পাশে ফেলতে গেলে মরদেহটি দেখতে পাই। পরে স্থানীয়দের খবর দেই।'

স্থানীয় ইউপি সদস্য মো. জালাল সিকদার বলেন, 'খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে মরদেহ এলাকার কারও নয়।'

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা সার্কেল) মো. আজম খান সংবাদ মাধ্যমেকে বলেন, "আমি এই পথে আলফাডাঙ্গার দিকে যাচ্ছিলাম। পথে লোকজনের জটলা দেখে এখানে থামলে বিষয়টি জানতে পারি। তবে মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো গাড়ি দুর্ঘটনা অথবা হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন