• ঢাকা
  • বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

মুক্তির চতুর্থ দিনেও দর্শক টানছে 'গোয়ার'! ক্ষতি না করার অনুরোধ নায়ক ও প্রযোজকের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৪৬ পিএম
মুক্তির চতুর্থ দিনেও দর্শক টানছে 'গোয়ার'! ক্ষতি না করার অনুরোধ নায়ক ও প্রযোজকের

দেশের সিনেমা হলগুলোতে যখন দর্শক খরা চলছে। কোন কোন সিনেমার ক্ষেত্রে তিন দিনেও একটি টিকিট বিক্রি হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে আশার আলো দেখাচ্ছে নতুন চলচ্চিত্র'গোয়ার' ছবিটি মুক্তির পর থেকেই সারাদেশে ভালো ব্যবসা করছে বলে খবর পাওয়া যায়। এই অভাবনীয় সাফল্যের মধ্যেই ছবিটি নিয়ে তৈরি হয়েছে একটি আবেগপ্রবণ আবেদন। 

একজন দর্শক সামাজিক মাধ্যমে জোরালো বক্তব্য রেখে হল মালিক ও পরিবেশকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।  সিনেমাটিকে যেন কোনো প্রকার ক্ষতি না করা হয় একটি সিনেমা একটি দেশের সম্পদ।  নায়ক রাসেল মিয়া বলেন"সারাদেশে আমাদের'গোয়ার'সিনেমাটি ভালো চলছে। দয়া করে সিন্ডিকেট করে ছবিটির ক্ষতি করবেন না। সিনেমার এই দুর্দিনে একটি ছবি ভালো যাচ্ছে। 

এটা আমাদের জন্য অনেক সুখবর।  পুরো চলচ্চিত্র পরিবারের জন্য সুখবর।  প্রযোজক হেলেনা জাহাঙ্গীর বলেন ধর্ষণের চিত্র দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি গোয়ার' ছবিটির মাধ্যমে আমি বিশ্বাস করি ধর্ষণের সংখ্যা কমে আসবেই.অনেক বোনের জীবন বেঁচে যাবে এই সিনেমার মাধ্যমে। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে এই ছবিতে।  চলচ্চিত্র শিল্প যখন টিকে থাকার লড়াই করছে।

 তখন'গোয়ার'-এর এই সাফল্য নিঃসন্দেহে গোটা ইন্ডাস্ট্রির জন্য একটি বড় স্বস্তির খবর। চলচ্চিত্রবোদ্ধারা মনে করছেন.এই ছবিটি প্রমাণ করে যে দর্শকদের হলে ফেরাতে ভালো গল্পের একটি ছবিই যথেষ্ট.​প্রযোজনা সংস্থা এবং হল মালিকদের এখন উচিত।  এই ইতিবাচক ধারাকে ধরে রেখে ছবিটির পাশে দাঁড়ানো এবং কোনো প্রকার সিন্ডিকেটের প্রভাবমুক্ত রেখে এর প্রদর্শনী অব্যাহত রাখা। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন