• ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:১৩ পিএম
রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগামী রজমান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের জোতির্বিদরা। যদিও পবিত্র রমজান শুরু হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর টুল অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে, যেখানে সম্ভাব্য প্রথম রোজার দিন হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর পড়তে পারে শুক্রবার, ২০ মার্চ।

রমজানের পবিত্র রজনী : লাইলাতুল কদর

ইসলামের অন্যতম শ্রেষ্ঠ রাত্রি লাইলাতুল কদর বা ‘শবে কদর’ রমজানের শেষ দশ দিনে পালিত হয়। ২০২৬ সালে এই রাতটি মঙ্গলবার, ১৭ মার্চ পড়বে বলে ধারণা করা হচ্ছে। এই রাতেই মুসলমানরা গভীর ইবাদত ও ক্ষমা প্রার্থনায় নিমগ্ন থাকেন, কারণ এটি কুরআন নাজিল হওয়ার স্মরণীয় রাত।

রমজান কবে শেষ হবে

আইএসিএডিএর ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৬ সালে রমজান বৃহস্পতিবার, ১৯ মার্চ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে হিজরি মাস ২৯ বা ৩০ দিনের হতে পারে, তাই সঠিক তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।

ঈদুল ফিতর কবে

রমজান শেষে আসে আনন্দের উৎসব ঈদুল ফিতর। সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের ঈদুল ফিতর পড়তে পারে শুক্রবার, ২০ মার্চ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন