রাণীনগরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করেন।
রোববার বিকেল ৩টায় রাণীনগর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান বাঘা।অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খাঁন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রাফি ফায়সাল, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবাইদুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস,প্রমুখ।
এছাড়া সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কারণেই আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তাদের স্মরণ করা এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের আত্মপরিচয় ও ইতিহাস স্মরণ করিয়ে দেয়। দেশ গঠনে বুদ্ধিজীবীদের অবদান অনস্বীকার্য এবং তাদের আদর্শ অনুসরণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: