শাহ্ মো: আবু জাফর ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী
বর্ষিয়ান রাজনৈতিক নেতা শাহ মো: আবু জাফর ফরিদপুর-১ আসন থেকে জাতীয় ফ্রন্ট থেকে প্রার্থী হচ্ছেন। ফরিদপুর-১ আসনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মনোনয়ন পেয়েছেন তিনি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী- আলফাডাঙ্গা) আসন থেকে লড়াইয়ের জন্য সাবেক সংসদ সদস্য বর্ষিয়ান রাজনৈতিক নেতা বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর-কে মনোনয়ন দিয়েছে নবগঠিত রাজনৈতিক জোট ‘জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ১১৯টি আসনের প্রার্থী ঘোষণা করেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতা, জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু। সেখানে ফরিদপুর-১ আসনের প্রার্থী হিসেবে শাহ মো: আবু জাফরের নাম ঘোষণা করা হয়।
শাহ মোহাম্মদ আবু জাফর ফরিদপুর-১ আসনের প্রবীণ রাজনীতিবিদ এবং চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য। তিনি ইতিপূর্বে আওয়ামী লীগ, বাকশাল, জাতীয় পার্টি এবং সর্বশেষ ২০০৫ সালে উপ-নির্বাচনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি বিএনএম (বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন)-এ যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এবার তিনি জাতীয় পার্টি ও জেপির সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন।
ফরিদপুর-১ আসনটি ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত ৩৪ বছরের ৮টি নির্বাচনের মধ্যে সাতবারই এখানে আওয়ামী লীগ জয়ী হয়েছে। কেবল ১৯৯৬ সালের ফেব্রুয়ারি মাসের বিতর্কিত নির্বাচনে বর্তমান বিএনপি নেতা খোন্দকার নাসিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী (হাতি মার্কা) হিসাবে জয়লাভ করেছিলেন।
মনোনয়ন পাওয়ার বিষয়ে শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, “জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আমাকে ফরিদপুর-১ আসনে মনোনয়ন দিয়েছে । আমি সারাজীবন আমার নির্বাচনী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম এবং আমৃত্যু তাঁদের সেবা করে যেতে চাই।”
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: