• ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

শেরপুর সীমান্তে জাল টাকার নোটসহ আটক-১


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৩২ পিএম
শেরপুর সীমান্তে জাল টাকার নোটসহ আটক-১

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা আমবাগান থেকে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ মেহেদী হাসান (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (৮ নভেম্বর) রাতে তাকে আটক করা হয় বলে জানা গেছে। আটককৃত মেহেদী নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

এলাকাবাসী ও পুলিশি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমবাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে জাল নোটসহ আটক করা হয়। এ সময় তার ২ সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পুলিশ মেহেদীর শরীর তল্লাশি করে ১ হাজার টাকা মূল্যের ২১টি জাল নোট উদ্ধার করে।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মাসুদ রানা প্রতিনিধিকে জানান, আটক মেহেদীর কাছ থেকে ২১টি জাল নোট উদ্ধার করা হয়েছে। আটককৃত নোটগুলো এতটাই নিখুঁত যে, খালি চোখে সেগুলো শনাক্ত করা কঠিন। রবিবার তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 

জানা গেছে যে, জাল টাকা গুলো দেখতে অবিকল আসল টাকার মতো। হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়। দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগমসহ অনেকেই। গত ৫ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। 

আর তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়। সেই সাথে, ডিজিটাল লেনদেনের প্রতিও উৎসাহিত করা হয়। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন