শেরপুরে বিনা অনুমতিতে ২১ টি সরকারি গাছ কেটে ফেললেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
শেরপুর জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের বাউন্ডারির ভিতরে সরকারের কোন প্রকার অনুমতি ছাড়াই বেআইনি ভাবে ২১ টি দেবদারু গাছ কেটে ফেললেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো কাঠ গাছ নয়। অর্নামেন্টস বা সৌন্দর্য বর্ধনকারী গাছ তাই অফিসের পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে ওই ছোট্ট ছোট্ট ডালের মত চারা গাছগুলো কাটা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী ২৬ নভেম্বর জেলা প্রাণী সম্পদ বিভাগের কার্যালয়ে সারাদেশের ন্যায় প্রাণিসম্পদ উন্নয়ন, প্রযুক্তির সম্প্রসারণ, নিরাপদ খাদ্য উৎপাদন সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে অফিসের ভিতরে প্যান্ডেল করা হবে। প্যান্ডেল করতে জায়গা সংকলন না হওয়ায় রোববার গাছগুলো কেটে ফেলা হয়েছে।
বেআইনিভাবে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে সরকারি গাছ কাটার অভিযোগে অভিযুক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ প্রতিনিধি কে বলেন, গাছগুলো কাঠ গাছ নয় সৌন্দর্য বর্ধনের অলংকরণ গাছ। এগুলো আগাছা পরিষ্কার করতে গিয়ে লেবাররা অনিচ্ছাকৃতভাবে কেটে ফেলেছে। তবে আমাদের প্রাণী সম্পদ সপ্তাহ শেষ হলে আবারও ওখানে গাছ লাগানো হবে।
বিনা অনুমতিতে সরকারি গাছ কাটার বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল কবির জানান, প্রাণিসম্পদ বিভাগের গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। তাই এ ব্যাপারে আমি কিছু বলতে পারছিনা।
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- শেরপুর
- প্রাণিসম্পদ কর্মকর্তা
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: