• ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

শেরপুরে ২ থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫৪ পিএম
শেরপুরে ২ থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার

শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী থানা সরজমিন পরিদর্শন করেলেন শেরপুর জেলার নয়া পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) পরিদর্শন উপলক্ষে শ্রীবরদী ও ঝিনাইগাতী থানায় পুলিশ সুপার উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানার অফিসার ইনচার্জ-এর নেতৃত্বে থানা পুলিশের চৌকস পুলিশ দল পুলিশ সুপার -কে “গার্ড অব অনার” প্রদান করে।

এসময় থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সরকারি অস্ত্রগুলি সরেজমিন পরিদর্শন-সহ থানায় কর্মরত অফিসার-ফোর্সের দৈনন্দিন কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। উভয় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

তিনি থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা, মামলা তদন্তের ক্ষেত্রে গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে কর্মকর্তাগণকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান সহ উপস্থিত সকলকে পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান জানান। এসময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ নামজুল হাসান, সংশ্লিষ্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)সহ থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন