সংহতি দিবসে অফিস ভাংচুর হামলা অগ্নিসংযোগের নিন্দা জানালেন ঝুনু মিয়া
বোয়ালমারীতে জাতীয় সংহতি ও বিপ্লব দিবসে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, হামলা, অগ্নি সংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বোয়ালমারী উপজেলা বিএনপির নবনির্বাচিত সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা, আগামী সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি সামছুদ্দিন মিয়া ঝুনু।
শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে এক বিবৃতিতে ঝুনু জানান, "আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি যে, আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে তাদের সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করে একটি ন্যক্কারজনক হামলা চালিয়েছে। খন্দকার নাসিরের নেতৃত্বাধীন সন্ত্রাসী চক্র পূর্বপরিকল্পিতভাবে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে প্রায় ২০ থেকে ৩০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয় এবং বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি নষ্ট করে।
এই বর্বরোচিত হামলায় আমাদের অন্তত ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী গুরুতরভাবে আহত হয়েছেন। আমরা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানাচ্ছি।
আমরা বিশ্বাস করি, এ ধরনের সহিংস কর্মকাণ্ড কখনোই গণতান্ত্রিক আন্দোলন দমন করতে পারবে না। সত্য ও ন্যায়ের পথে থেকে আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব।"
দৈনিক পুনরুত্থান /
- বিষয়:
- সংহতি দিবস
- হামলা
- ঝুনু মিয়া
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: