• ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির কয়েক মিনিট পরেই নেটফ্লিক্সে বিপর্যয়


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৩:৩৪ পিএম
‘স্ট্রেঞ্জার থিংস ৫’ মুক্তির কয়েক মিনিট পরেই ক্র্যাশ করল নেটফ্লিক্স!

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ডাফার ব্রাদার্স পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস ৫’-এর প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। চূড়ান্ত সিজনের প্রথম ভলিউম আজ সকালে অনলাইনে প্রকাশ হওয়ার পরপরই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয় এবং তারা সিরিজটি একবারে দেখে ফেলার প্রস্তুতি নেন। তবে, বিপুল সংখ্যক দর্শকের চাপ সামলাতে না পেরে মুক্তির কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটি ক্র্যাশ করে।

দীর্ঘ প্রতীক্ষার পর ‘স্ট্রেঞ্জার থিংস’ শেষ সিজনের প্রথম ভলিউমটি অনলাইনে আসতেই বিশ্বজুড়ে সিরিজটির ভক্তরা একসঙ্গে দেখতে ভিড় জমান। দর্শকদের এই ব্যাপক সংখ্যা আগে থেকে অনুমান করতে পারেনি নেটফ্লিক্স কর্তৃপক্ষ।

ফলস্বরূপ, মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটির সার্ভার পুরোপুরি অচল হয়ে যায় এবং কোটি কোটি দর্শক তাদের পছন্দের পর্বটি দেখতে ব্যর্থ হন। এই সিরিজের ফাইনাল সিজনের প্রথম পর্বটি দেখার জন্য ভক্তরা যে কতটা উন্মুখ ছিলেন, এই ঘটনা তারই প্রমাণ। কর্তৃপক্ষ দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানা গেছে।

প্ল্যাটফর্ম ক্র্যাশ করার সঙ্গে সঙ্গেই বহু দর্শক অনলাইনে তাদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেন। অনেকেই জানিয়েছেন, ‘Watch now’ বাটনে ক্লিক করার মুহূর্তে স্ক্রিনে একটি বার্তা ভেসে উঠছিল, যেখানে লেখা ছিল: “Something went wrong. Sorry, we're having trouble with your request. You'll find lots to explore on the home page.” (কিছু একটা ভুল হয়েছে। দুঃখিত, আপনার অনুরোধ নিয়ে আমরা সমস্যায় পড়েছি। হোমপেজে আপনি খুঁজে দেখার মতো অনেক কিছুই পাবেন।)

নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে ‘স্ট্রেঞ্জার থিংস ৫’ অন্যতম, যা মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী এক বিশাল উন্মাদনা সৃষ্টি করেছে। ১৯৮০-র দশকের পটভূমিতে নির্মিত এই সায়েন্স ফিকশন হরর ড্রামা সিরিজটি নস্টালজিয়া, রহস্য এবং কিশোর সাহসিকতার এক অনন্য মিশ্রণ।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন