• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে : চিকিৎসক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:১৫ পিএম
হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে : চিকিৎসক

চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. জাফর ইকবাল এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

তার চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালটির বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।

ডা. মো. জাফর ইকবাল দেওয়া বিবৃতিতে ১১টি পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত তুলে ধরে মেডিক্যাল টিম। বিবৃতির তিন নম্বর পর্যবেক্ষণে হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে বলে জানানো হয়।

বলা হয়, কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে, সেটাকে ধরে রাখার জন্য ফ্লুইড ব্যালেন্স যেভাবে ঠিক রাখা হচ্ছে, সেভাবেই কন্টিনিউ করতে হবে।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন