• ঢাকা
  • বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:০৮ পিএম
হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

 অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে খালেদা জিয়াকে দেখতে প্রধান উপদেষ্টা এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

প্রধান উপদেষ্টা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। পরে তিনি বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করে কিছুটা সময় তাঁর পাশে অবস্থান করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বলেন, প্রধান উপদেষ্টাকে সন্ধ্যা ৭টা ৭ মিনিটে বিএনপি মহাসচিব হাসপাতালের নিচে স্বাগত জানান। পরে প্রধান উপদেষ্টাকে সরাসরি চেয়ারপারসনের কাছে নিয়ে যান অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন এবং অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার।

সন্ধা ৭টা ৩২ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গাড়িবহর হাসপাতাল ত্যাগ করে।

এর আগের দিন মঙ্গলবার রাতে বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালটিতে গিয়েছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তারা বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এছাড়াও মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন