• ঢাকা
  • বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

২১ দফা ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ওমর আলী রাজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৫২ পিএম
২১ দফা ইশতেহার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ওমর আলী রাজ

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা দিয়েছেন কোম্পানীগঞ্জের ওমর আলী রাজ। ইতিমধ্যে নিজের ২১ দফা ইশতেহার ঘোষণা করেছেন তিনি। সেবা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের বার্তা নিয়ে দিন-রাত ভোটারদের কাছে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করা তরুণ এই প্রার্থী। 

ওমর আলী রাজের নির্বাচনী ইশতেহারগুলো হলো : ১. চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত নোয়াখালী-৫ : চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতিকে শূন্য সহনশীলতায় দমন করে স্বচ্ছ, জবাবদিহিমূলক প্রশাসন গঠন করা হবে।

২. নদীভাঙন ও জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধান : আধুনিক বাঁধ, কার্যকর ড্রেনেজ ও পানি নিষ্কাশনব্যবস্থা নির্মাণ করে দুর্ভোগের স্থায়ী সমাধান করা হবে। ৩. স্মার্ট ও ডিজিটাল নোয়াখালী : সব সরকারি সেবা একটি মোবাইল অ্যাপের মাধ্যমে—‘লাইনে নয়, অনলাইনে’—দ্রুত ও সহজসাধ্য করা হবে।

৪. শিক্ষায় বিপ্লব ও দক্ষ প্রজন্ম গঠন : স্কুল, কলেজ ও মাদরাসাকে স্মার্ট ক্যাম্পাসে রূপান্তর এবং এআই, ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চালু করা হবে। ৫. অর্থনৈতিক সমৃদ্ধি ও কর্মসংস্থান : প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা ও প্রযুক্তিনির্ভর চাকরির সুযোগ তৈরি করে বেকারত্ব শূন্যের কাছাকাছি নামিয়ে আনা হবে।

৬. কৃষকবান্ধব ডিজিটাল সেবা : কৃষকদের জন্য অনলাইন বাজারদর, কৃষি-তথ্য, ডিজিটাল প্রশিক্ষণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে।

৭. উন্নত স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা : প্রতিটি এলাকায় আধুনিক হাসপাতাল, ডিজিটাল স্বাস্থ্যসেবা, সিসিটিভি, এলইডি লাইট ও শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা স্থাপন করা হবে। ৮. সবুজ ও পরিচ্ছন্ন নোয়াখালী : বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ, পার্ক ও খেলার মাঠ নির্মাণ করে পরিবেশবান্ধব নোয়াখালী গড়ে তোলা হবে। ৯. স্মার্ট অবকাঠামো ও শহর পরিকল্পনা : ফ্রি ওয়াইফাই জোন, স্মার্ট ট্রাফিক সিস্টেম, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সৌরবিদ্যুৎনির্ভর স্মার্ট সিটি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

১০. সম্প্রীতির নোয়াখালী : সকল ধর্ম, মত ও সম্প্রদায়ের মধ্যে সহনশীলতা, শ্রদ্ধা ও শান্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করা হবে। ১১. নারী, প্রতিবন্ধী ও প্রবীণবান্ধব সমাজ : নারীর কর্মসংস্থান, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো এবং প্রবীণদের জন্য নিবেদিত সহায়তা কর্মসূচি চালু হবে। ১২. সংস্কৃতি ও পর্যটন বিকাশ : চরাঞ্চল, ঐতিহ্যবাহী স্থান ও উপকূলীয় সৌন্দর্যকে কেন্দ্র করে পর্যটনশিল্পকে শক্তিশালী করা হবে।

১৩. খেলাধুলা, নেতৃত্ব ও মানসিক স্বাস্থ্য : তরুণদের জন্য খেলাধুলার সুযোগ, কাউন্সেলিং সেবা ও নেতৃত্ব প্রশিক্ষণ প্রদান করা হবে। ১৪. জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি : আসন্ন দুর্যোগ মোকাবেলায় আধুনিক সতর্কতা ব্যবস্থা, আশ্রয়কেন্দ্র ও জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলা হবে।

১৫. ‘নোয়াখালী ইনোভেশন হাব’: উদ্ভাবক, প্রযুক্তিপ্রেমী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ইনোভেশন হাব তৈরি করে কর্মসংস্থানের নতুন দরজা খোলা হবে। 

১৬. ড্রিম নোয়াখালী-৫ ভিশন : প্রযুক্তি, শিক্ষা, কর্মসংস্থান ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নোয়াখালী-৫ হবে দেশের প্রথম ‘ড্রিম ও স্মার্ট সিটি আসন।’১৭. পরিবহন ও সড়ক নিরাপত্তা উন্নয়ন : গ্রাম-শহর সংযোগ সড়ক উন্নতি, নিরাপদ সড়ক ক্যাম্পেইন এবং প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক মনিটরিং সিস্টেম স্থাপন করা হবে। ১৮. নারীর নিরাপত্তা ও ক্ষমতায়ন সেল : নারীদের জন্য ২৪/৭ হেল্পলাইন, লিগ্যাল সাপোর্ট সেন্টার ও কর্মসংস্থানের জন্য বিশেষ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা হবে। 

১৯. যুব উদ্যোক্তা স্টার্টআপ ফান্ড : তরুণ উদ্যোক্তাদের আইডিয়া বাস্তবায়নে সুদমুক্ত ‘স্টার্টআপ ফান্ড’, মেন্টরশিপ ও আন্তর্জাতিক বাজারে সংযোগ প্রদান করা হবে। ২০. পরিচ্ছন্ন পানি ও স্যানিটেশন নিশ্চিতকরণ : প্রতিটি গ্রাম ও শহর এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা, আধুনিক টয়লেট সুবিধা ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা হবে। ২১. সাংস্কৃতিক কেন্দ্র ও লাইব্রেরি নেটওয়ার্ক : প্রতিটি ইউনিয়নে কমিউনিটি লাইব্রেরি, সাংস্কৃতিক কেন্দ্র ও শিশুদের জন্য লার্নিং স্পেস প্রতিষ্ঠা করা হবে।

ওমর আলী রাজ জানান, তিনি কোনো রাজনৈতিক দলের অনুসারী নন। তার লক্ষ্য মানুষের সমস্যা সমাধান ও নোয়াখালীর উন্নয়ন। তিনি ২০২৪ সালের মে মাসে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন। তার মূল অঙ্গীকার ছিল—বেকারত্ব দূরীকরণ, সেবা, স্বচ্ছতা ও টেকসই উন্নয়ন।

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন