• ঢাকা
  • শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

Advertise your products here

  1. জাতীয়

৩ শতাধিক পর্যটকসহ সাগরে আটকে ছিল সেন্ট মার্টিন থেকে কক্সবাজারগামী জাহাজ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৭:০৪ পিএম
৩ শতাধিক পর্যটকসহ সাগরে আটকে ছিল সেন্ট মার্টিন থেকে কক্সবাজারগামী জাহাজ

প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফিরে আসার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে তিন শতাধিক পর্যটক নিয়ে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামে একটি জাহাজ আটকে পড়েছিল। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়া সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন,  ইঞ্জিনে সমস্যা দেখা যাওয়ায় জাহাজটি আটকা পড়েছিল। এখন সেটি কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে আমি জাহাজের মাস্টারের সঙ্গে কথা বলেছি। 

গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। 

দৈনিক পুনরুত্থান /

এ সম্পর্কিত আরও পড়ুন