ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে লালমনিরহাটে বিএনপি'র প্রতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে প্রতিবাদ মিছিল করেছে জেলা বিএনপি।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই প্রতিবাদ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রতিবাদ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করতে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে একটি মহল পরিকল্পিতভাবে হামলা ও সহিংসতা চালাচ্ছে। এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “দেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব। নির্বাচনী সহিংসতা বন্ধ করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি ও চট্টগ্রাম-৮ সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহর উপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন অনতিবিলম্ব হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
প্রতিবাদ মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলাকারীদের গ্রেপ্তার, নির্বাচনী সহিংসতা বন্ধ এবং গণতন্ত্র রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: